LokSabha Election 2024: 'ভয় পেয়েছেন', প্রচারে বাধা পেয়ে মমতাকে কটাক্ষ শায়রা শাহ হালিমের।

ABP Ananda LIVE: পুলিশের বাধায় কালীঘাটে (Kalighat)মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)পাড়ায় প্রচার করতে পারলেন না দক্ষিণ কলকাতার সিপিএম (cpm)প্রার্থী সায়রা শা হালিম। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন সব্যসাচী চট্টোপাধ্যায়, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অনুমতি না পাওয়ায় শেষপর্যন্ত পাশের পাড়া কালীঘাট রোড ও বলরাম বসু ঘাট রোডে প্রচার করেন সায়রা। সিপিএমের অভিযোগ, মুখ্যমন্ত্রীর পাড়ায় প্যামফ্লেট বিলিতে বাধা দেয় পুলিশ। মীনাক্ষীর(minakshi mukherjee) দাবি, প্রার্থী-সহ ৩ জন যাবেন বলা সত্ত্বেও অনুমতি মেলেনি। যে মুখ্যমন্ত্রী রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, তাঁর পাড়াতেই গণতন্ত্রের এই হাল, কটাক্ষ DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে তাই আটকানো হয়, দাবি পুলিশের। ABP Ananda live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola