Saugata Roy: 'শহরে একটা ভাগ আমাদের ভোট দেয়নি', বললেন সৌগত। ABP Ananda Live

Continues below advertisement

TMC News: ভোটের পর (Loksabha Election 2024) তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বই (Inner Clash) বারবার প্রকাশ্য়ে চলে আসছে। কলকাতায় তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে, তৃণমূলের কাউন্সিলর। অন্য়দিকে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়েছেন বিজেপি কর্মীরা। কলকাতায় দুই কাউন্সিলর পরস্পরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন। আর ডায়মন্ড হারবারের পরাজিত বিজেপি প্রার্থী বিঁধেছেন দলের একাংশকে। ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 'যাঁরা বলেছিলেন ইউসুফ হারবে, ফলপ্রকাশের পর তাঁরা এখন কৃতিত্ব নিচ্ছেন'। 'বেলডাঙা থেকে আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে'। দলেরই একাংশকে নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। তৃণমূল-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র ঘাটাল, বাড়ি-পার্টি অফিস ভাঙচুর। তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে 'হামলা'। ঘাটালে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলার অভিযোগ। হামলার পরেই তৃণমূলের সঙ্গে সিপিএম কর্মী-সমর্থকদের সংঘর্ষ। 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস' । 'হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে' । 'তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন''বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক'। 'সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক'। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram