LokSabha Election 2024: প্রচারে বাধার মুখে সৃজন, বিক্ষোভ তৃণমূলের। ABP Ananda Live

Continues below advertisement

Srijan Bhattacharya: প্রচারে গিয়ে তৃণমূলের (TMC News) বাধার মুখে যাদবপুরের সিপিএম (CPIM News) প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। রোড শো ঘিরে গো ব্যাক স্লোগান। সৃজনের গাড়ি লক্ষ্য করে ইট, ছেঁঁড়া হল পতাকা-ফ্লেক্স। কেশপুরে সভায় যাওয়ার মুখে তৃণমূলের বিক্ষোভ, পাল্টা হুঙ্কার শুভেন্দুর (Suvendu Adhikari)। লোকসভা ভোটের (LokSabha Election 2024) প্রচারে দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। যাদবপুরে (Jadavpur News) সৃজনের প্রচারে ইট, কেশপুরে সভা করে ফেরার পথে শুভেন্দুকে (Suvendu Adhikari) কটূক্তি। পাল্টা হুঁশিয়ারি বিরোধী দলনেতার। মিঠুনের (Mithun Chakraborty) রোড শোতে বোতলবৃষ্টি। কাঁথির ভূপতিনগরে বিজেপি নেতাদের বাড়িতে চড়াও হয়ে মারধর।  গুরুতর জখম বিজেপি বুথ সভাপতি। আরও ২ নেতা হাসপাতালে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram