Sukanta Majumdar: সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধে সুকান্ত মজুমদার ও কলকাতা পুলিশ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কলকাতার কয়েকটি জায়গায় ১৪৪ ধারার নোটিস নিয়ে বিতর্ক । সোশাল মিডিয়ায় পোস্ট-যুদ্ধে সুকান্ত মজুমদার ও কলকাতা পুলিশ । '৫ দফা ভোটের পর, জনগণের মন বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভীত' । 'মঙ্গলবার মোদির রোড শো বন্ধ করতে মরিয়া হয়ে পুলিশকে ১৪৪ ধারা জারির নির্দেশ মুখ্যমন্ত্রীর' । তৃণমূল জেনে রাখুক, কোনও অশুভ কৌশল বিজেপিকে রুখতে পারবে না, পোস্ট সুকান্তর । পাল্টা ১৪৪ ধারা জারির পুরনো একটি নির্দেশের কপি পোস্ট কলকাতা পুলিশের । 'ডালহৌসি, ভিক্টোরিয়ার আশপাশে নিয়মিত ১৪৪ ধারা জারি থাকে' । এটা নতুন কিছু নয়, বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না, এক্স হ্যান্ডলে পোস্ট কলকাতা পুলিশের

কাল ষষ্ঠ দফা, বাংলার ৮ আসনে ভোট । তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুরে নির্বাচন । পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রামে ভোট । ষষ্ঠ দফায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ৮৯২ QRT । পশ্চিম মেদিনীপুর: ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২১৩ QRT বাঁকুড়া: ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৭৩ QRT । ঝাড়গ্রাম: ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১২৮ QRT । পূর্ব মেদিনীপুর: ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ২৩২ QRT । পুরুলিয়া: ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ১৩২ QRT

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram