Suvendu adhikari: বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর।
Loksabha election: বসিরহাটে ২ বিজেপি (BJ News) কর্মীকে গ্রেফতারির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)। 'বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড। অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব', হুঁশিয়ারি বিরোধী দলনেতার। লোকসভা ভোটে (LokSabha Election 2024) গণনা ঠিকঠাক থাকলে সম্ভবত এবার দেশে বিজেপি (BJP) ক্ষমতায় আসছে না। ফের দাবি মমতার (CM Mamata Banerjee)। ৪ জুনের পর পরাজয় নিশ্চিত, পাল্টা শমীক ভট্টাচার্য (Samik Bhattachrya)। রেশন দুর্নীতি (Ration scam) মামলায় ইডির রাডারে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ৫ জুন হাজিরার নোটিস। লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সমন, খবর সূত্রের। কোনও চিঠি পাইনি, দাবি অভিনেত্রীর। । ভোটে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআর পুলিশের। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। ABP Ananda live