Suvendu adhikari: বসিরহাটে ২ বিজেপি কর্মীকে গ্রেফতারির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর।

Loksabha election: বসিরহাটে ২ বিজেপি (BJ News) কর্মীকে গ্রেফতারির অভিযোগে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর (Suvendu Adhikari)। 'বিজেপি এলে তদন্তকারী অফিসারকে সাসপেন্ড। অবসরকালীন সুযোগ-সুবিধা আটকে দেব', হুঁশিয়ারি বিরোধী দলনেতার।  লোকসভা ভোটে (LokSabha Election 2024) গণনা ঠিকঠাক থাকলে সম্ভবত এবার দেশে বিজেপি (BJP) ক্ষমতায় আসছে না। ফের দাবি মমতার (CM Mamata Banerjee)। ৪ জুনের পর পরাজয় নিশ্চিত, পাল্টা শমীক ভট্টাচার্য (Samik Bhattachrya)। রেশন দুর্নীতি (Ration scam) মামলায় ইডির রাডারে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ৫ জুন হাজিরার নোটিস। লেনদেন সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য সমন, খবর সূত্রের। কোনও চিঠি পাইনি, দাবি অভিনেত্রীর। । ভোটে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআর পুলিশের। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ফাঁসানোর অভিযোগ বিজেপি প্রার্থীর। ABP Ananda live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola