LokSabha Election 2024: 'চোর মমতার সাহস দেখুন', কোলাঘাট থানা থেকে বেরিয়ে আক্রমণ শুভেন্দুর।

Continues below advertisement

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়িতে হানা দিল পুলিশ। 'নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গিয়েছিল পুলিশ, এক অপরাধীকে খুঁজতে যাওয়া হয়েছিল। দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। 'ভাইপোর নির্দেশে, বাড়িতে পুলিশ গেছে', দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP Leader Suvendu Adhikari)। পরে কোলাঘাট থানায় যান শুভেন্দু অধিকারী। তার বাড়িতে হানা দেওয়ার কারণ জিজ্ঞেস করলেও পুলিশ সদুত্তর দিতে পারেনি বলে দাবি তার। থানা থেকে বেরিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে মমতা (CM Mamata Banerjee) এবং অভিষেককে (Abhishek Banerjee) একযোগে আক্রমণ করেন তিনি।  'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল' পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় শুভেন্দু। কোলাঘাট, তমলুক থানার আইসি-ওসির সাসপেনশনের দাবি শুভেন্দুর। ABP Ananda Live   

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram