LokSavbha Election 2024: 'বেতনটা সরকার দেয় না ভাইপো দেয়?', পুলিশকে প্রশ্ন শুভেন্দুর। ABP Ananda Live
Continues below advertisement
LokSabha Election: ভোটের (Lok Sabha Election 2024) ৩ দিন আগে নন্দীগ্রামে বিজেপি (BJP News) নেতার মা-কে পিটিয়ে কুপিয়ে খুন। মৃতের ছেলে বিজেপি এসসি মোর্চার অঞ্চল সম্পাদক। হামলায় গুরুতর জখম বিজেপি নেতা। রিপোর্ট তলব কমিশনের (Election Commission of India)। নন্দীগ্রামে (Nandigram News) খুন বিজেপি কর্মীর মা। পুলিশের ভূমিকায় প্রশ্ন বিরোধী দলনেতার (Suvendu Adhikari)। থানায় ঢুকে পুলিশকে ধমক বিরোধী দলনেতার। 'খুনির সঙ্গে বৈঠক করেছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। নন্দীগ্রামে (Nandigram News) বিজেপি (BJP) সমর্থক খুনের দিনই ময়নায় আক্রান্ত বিজেপি কর্মী ও তাঁর স্ত্রী, ভর্তি হাসপাতালে। রাতে ধারালো অস্ত্র নিয়ে চড়াও দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূলের (TMC News) বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। ABP Ananda Live
Continues below advertisement