LokSabha Election 2024: হিরণকে বড় ভোটের ব্যবধানে হারালেন দেব। ABP Ananda Live

Dev Adhikari: ঊনিশের ধারাই বজায় রাখলেন। ঘাটাল লোকসভা কেন্দ্র (Ghatal Constituency) থেকে বড়সড় ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূল সাংসদ দেব। প্রায় ১ লক্ষ ৩৫ হাজারেরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন দেব ( Ghatal  TMC Candidate Deepak Adhikary )। পশ্চিম মেদিনীপুরের অন্যতম লোকসভা কেন্দ্র হল ঘাটাল। বছরের পর বছর বন্যায় বেকায়দায় পড়েছে ঘাটাল। ভোট গিয়েছে, ভোট এসেছে। কিন্তু ঘাটালের পরিস্থিতি বদলায়নি। আর সেখানেই পাখির চোখ এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের। এবার একটু ঘাটালের রাজনৈতিক ইতিহাসের অলিগুলিগুলি ঘরে দেখে নেওয়া যাক। ২০০৯ সালে এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআই-র দৌর্দণ্ডপ্রতাপ নেতা গুরুদাস দাশগুপ্ত। সেবারের লোকসভা ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু ২০১৪ সালেই সিপিআই-র গড়ে দখল নেয় তৃণমূল। সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল সাংসদ দেব। সেবার বিজেপি খুবই কম ভোট পেয়েছিল। এদিকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। আর এবার সেই দেবের বিপরীতেই এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তাঁর টলিপাড়ার বহুদিনের সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়। ABP Ananda Live    

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola