Loksabha Election 2024: প্রাথমিক ট্রেন্ডে যাদবপুরে এগিয়ে TMC প্রার্থী সায়নী ঘোষ, কোথায় দাঁড়িয়ে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য? | ABP Ananda LIVE
প্রাথমিক ট্রেন্ড বলছে যাদবপুরের এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তৃতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
রাজ্যে এই মুহূর্তে বিজেপি এগিয়ে ৯টি আসনে। তৃণমূল এগিয়ে ৩১টি আসনে। বামেরা এগিয়ে ০টি আসনে। কংগ্রেস এগিয়ে ২টি আসনে। দার্জিলিংয়ে ১৭ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। জলপাইগুড়িতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা।
বালুরঘাটে পিছিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। কাঁথিতে পিছিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। কাঁথিতে এগিয়ে তৃণমূল প্রার্থী উত্তম বারিক।
বর্ধমান-দুর্গাপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। কোচবিহারে ১০ হাজারের বেশি ভোটে পিছিয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। কোচবিহারে এগিয়ে তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। কলকাতা দক্ষিণে ৩২ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মালা রায়।
ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। বরানগর বিধানসভা উপনির্বাচনে ২০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ।