Dev:দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান, হাসিমুখ গিয়ে জড়িয়ে ধরলেন ঘাটালের TMC প্রার্থী। ABP Ananda Live
উত্তরবঙ্গে দেবকে দেখে জয় শ্রীরাম স্লোগান। হাসিমুখ গিয়ে জড়িয়ে ধরলেন ঘাটালের তৃণমূল প্রার্থী। করলেন হ্য়ান্ডশেক। কুশমণ্ডিতে তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে, দেবের মুখে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা। নিজের সভায় সেই বক্তব্য় শুনিয়ে, দেবকে সার্টিফিকেট বিজেপির রাজ্য় সভাপতির।