Kar Dokhole Delhi: লোকসভা ভোটের ফলপ্রকাশ, রাজ্যে উড়ল সবুজ আবির। ABP Ananda Live
LokSabha Election 2024: আজ থেকে আড়াই হাজার বছর আগে, প্রাচীন গ্রিসে, পিথাগোরাস বলেছিলেন, সংখ্যারাই আসলে ব্রহ্মাণ্ড শাসন করে। তবে শুধু ব্রহ্মাণ্ড নয়, ভোট রাজনীতিও আসলে, শাসন করে ওই সংখ্যারাই। আর আঠেরোতম লোকসভা নির্বাচনে, সংখ্যার দাঁড়িপাল্লা কার দিকে ঝুঁকে থাকবে, সেটা পুরোটা জানা যাবে আর অল্প কিছুক্ষণের মধ্যেই। ভোটগণনা শুরু হয়ে গেছে। তৈরি আমাদের ওয়ার রুম। রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, তাঁর পুরো টিম নিয়ে। স্টুডিওয় রয়েছেন
রাজনীতিবিদ থেকে বিশ্লেষকরা। একেবারে কাউন্টিং সেন্টার থেকে, প্রত্যেকটা আপডেট, কারা এগিয়ে থাকছেন, কারা পিছিয়ে পড়ছেন, আমাদের রাজ্য থেকে গোটা দেশের ছবিটা -- সমস্ত তথ্য সবার আগে সঠিকভাবে আপনাদের সামনে পৌঁছে দেব। কয়েকঘণ্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে, আগামী পাঁচবছর দেশের স্টিয়ারিং থাকছে কাদের হাতে। ABP Ananda live
Tags :
CM Mamata Banerjee Kar Dokhole Delhi CM Mamata Banerjee BJP News MAMATA BANERJEE LokSabha Election 2024