LokSabha Election Result 2024: লোকসভা ভোটে বিপুল জয়েও পুর এলাকায় তৃণমূলে 'পদ্ম-কাঁটা'

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা ভোটে(loksabha election) বিপুল জয়েও পুর এলাকায় তৃণমূলে 'পদ্ম-কাঁটা'। কলকাতার (kolkata)২টি আসনেই তৃণমূল জিতলেও বহু ওয়ার্ডে ফুটল পদ্মফুল। কার্যত ধরাশায়ী একাধিক হেভিওয়েট কাউন্সিলর। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ৪৫টিতেই এগিয়ে বিজেপি। বেলেঘাটার(Beleghata) বিধায়ক পরেশ পালের ওয়ার্ডে এগিয়ে বিজেপি। কলকাতা উত্তরে বিশ্বরূপ দে'র ৪৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি। সুদর্শনা মুখোপাধ্যায়ের ৬৪ নম্বর ওয়ার্ডেও ফুটল পদ্ম। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে বাম-কংগ্রেস জোট। ৬ বরো চেয়ারম্যানের এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি। পিছিয়ে জুঁই বিশ্বাস, সুশান্ত ঘোষ, সুদীপ পোল্লে, সাধনা বসু, সুস্মিতা ভট্টাচার্য, দেবলীনা বিশ্বাসের বরো। পিছিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমার, সন্দীপ বক্সী, অসীম বসু, সন্দীপন সাহা।লোকসভা ভোটে বিপুল জয়েও অর্ধেকের বেশি পুরসভায় ফুটল পদ্ম। রাজ্যের ১২১টি পুরসভার মধ্যে এখনও পর্যন্ত ১০১টি পুরসভার ফল মিলেছে। লোকসভা ভোটের নিরিখে পুরসভা ভিত্তিক ফলাফল বিশ্লেষণের পর দেখা যাচ্ছে ৭৩টি পুরসভায় এগিয়ে আছে বিজেপি। চাঁপদানি ও ক্ষীরপাই পুরসভায় তৃণমূল ও বিজেপি সমান ভোট পেয়েছে। মুর্শিদাবাদের বহরমপুর ও ধুলিয়ান পুরসভায় এগিয়ে কংগ্রেস।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram