Narendra Modi: রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি ? | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: তৃতীয়বার মসনদে বসার অপেক্ষায় মোদি। কাল রাষ্ট্রপতির কাছে দাবি পেশ এনডিএ-র। রবিবার শপথের সম্ভাবনা। আমন্ত্রণ হাসিনাকে। ফোনে মোদিকে শুভেচ্ছা বাইডেনের।  
সরকার গঠনের আগে স্পিকারের পদ সহ কমপক্ষে ৬টি মন্ত্রক দাবি চন্দ্রবাবুর। নীতিশ চান ৩ মন্ত্রক। মন্ত্রিত্ব চান চিরাগ, জিতনরাম, শিন্ডেরাও। নায়ডুর একজন পূর্ণমন্ত্রী, ২ প্রতিমন্ত্রীর দাবি মানল বিজেপি, খবর সূত্রের। 
সরকারে আসতে শর্তে রাজি

শেয়ার বাজারের ভরাডুবি নিয়ে এবার নরেন্দ্র মোদি, অমিত শাহকে কাঠগড়ায় তুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের ফল কী হতে চলেছে, আগে থেকেই সেই তথ্য ছিল মোদি-শাহের কাছে। তা সত্ত্বেও দেশের ৫ কোটি খুচরো বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছেন তাঁরা। রাহুলের দাবি, মোদি-শাহ ইচ্ছাকৃত ভাবেই দেশবাসীকে বিভ্রান্ত করেন, যাতে কিছু লোকের মুনাফা হয়। (Share Market Manipulation Allegations)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola