Dev: 'ঘাটালে সমস্ত দল মিলিয়ে যত ভোট পড়েছে, সমসংখ্যক গাছ লাগাতে চলেছি আমরা', বললেন দেব

Continues below advertisement

ABP Ananda LIVE: লোকসভা নির্বাচনে (loksabha election)ঝুলিতে যত ভোট ঢুকবে, সমসংখ্যক বৃক্ষরোপণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার সেই কাজে হাত দিলেন ঘাটালের বিজিত তৃণমূল সাংসদ দেব। রবিবার ঘাটালে (Ghatal News) বৃক্ষরোপণের কাজ শুরু করলেন তৃণমূলের তারকা সাংসদ। মোট ৮ লক্ষ ৪১ হাজার ১৯৫টি ভোট পেয়েছেন দেব। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে(hiran Chatterjee) হারিয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে। প্রাথমিক পর্যায়ে ২ লক্ষ বৃক্ষরোপণ করবেন দেব, তার পর ধাপে ধাপে এগোবেন। (TMC MP Dev)।রাজনীতি থেকে সরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলেও, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর মানভঞ্জন করেন। এর পর ঘাটালে মনোনয়নপত্র জমা দিতে গিয়েই দেব জানান, যত ভোট পাবেন, ঘাটালের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় তার সম সংখ্যক গাছ লাগাবেন তিনি। সেই কাজে এবার হাত দিলেন তিনি। (Ghatal Loksabha Elections 2024)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram