Loksabha Election Result: উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ আসন তৃণমূলের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়। বাংলার পাশের রাজ্য় ওড়িশার বিধানসভা ভোটে অবশ্য় ভাল ফল করেছে বিজেপি। নবীন পট্টনায়েকের BJD-কে হারিয়ে তারা রাজ্য়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু।মমতা-অভিষেকের নেতৃত্বেই আস্থা বাংলার। ফের সবুজ ঝড়। উনিশের থেকেও শক্তি বাড়িয়ে ২৯ আসন তৃণমূলের। বিজেপির ১২। কংগ্রেস ১, সিপিএম শূন্য।  

বিধানসভার পর লোকসভা ভোটেও বাংলায় বিপর্যয় হল বিজেপির। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে সবুজ-ঝড়ে ফিকে হয়ে গেল গেরুয়া রং। দেশজুড়েও চারশো পারের স্বপ্ন পূরণ হল না নরেন্দ্র মোদি-অমিত শাহদের। NDA-কে থামতে হল তিনশোর আগেই। বাহান্ন থেকে এক লাফে কংগ্রেস পৌঁছে গেল, একশোর দোরগোড়ায়। বাংলার পাশের রাজ্য় ওড়িশার বিধানসভা ভোটে অবশ্য় ভাল ফল করেছে বিজেপি। নবীন পট্টনায়েকের BJD-কে হারিয়ে তারা রাজ্য়ে ক্ষমতায় আসতে চলেছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরতে চলেছেন চন্দ্রবাবু নায়ডু।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola