WB By Election 2024: মানিকতলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি
ABP Ananda LIVE:মানিকতলা বিধানসভা উপনির্বাচনে(Maniktala By election) তৃণমূলের প্রার্থী হতে পারেন সুপ্তি পাণ্ডে(Supti Pandey)। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী তিনি। তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে লড়তে রাজি সুপ্তি, নবান্ন সূত্রে এমনই খবর মিলেছে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে বৈঠকেও উপস্থিত ছিলেন সুপ্তি। আগামী ১০ জুলাই মানিকতলা বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। (Supti Pandey)
কসবায় ২ তৃণমূল কাউন্সিলরের সংঘাতেও অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। পুলিশকে বলেছি এসব বরদাস্ত করা হবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে দফায় দফায় অশান্ত কসবা । তৃণমূলের ২ কাউন্সিলর ঘনিষ্ঠদের সংঘর্ষ, গুলি-বোমায় 1অশান্ত কসবা। পুলিশকে কড়া হাতে পদক্ষেপ নিতে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের: সূত্র। অন্যদিকে, ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনে তৃণমূলের মিছিল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে ভর্ৎসনা নেত্রীর। তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন আবাসনে গিয়ে ক্ষমা চাইতে নির্দেশ মুখ্যমন্ত্রীর । ভোটে জয়ের পরেই উল্টোডাঙার আবাসনগুলিতে তৃণমূলের অটো-বাইক মিছিল। ডিজে বাজিয়ে ৩টি বহুতলে কয়েকশো বাইক-অটো নিয়ে তৃণমূলের মিছিল । 'শান্তি কে আছে, কেন এরকম হবে?' নবান্নে মানিকতলা নিয়ে বৈঠকে প্রশ্ন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়: নবান্নে নেত্রীর সঙ্গে বৈঠকে হাজির মানিকতলা বিধানসভা কেন্দ্রের ৬ কাউন্সিলর । নবান্নের বৈঠকে হাজির ডেপুটি মেয়র অতীন ঘোষ, কাউন্সিলর অমল চক্রবর্তী। নবান্নের বৈঠকে হাজির কুণাল ঘোষ, মেয়র পারিষদ স্বপন সমাদ্দার।