TMC-BJP Clash: মাইক লাগানোকে কেন্দ্র করেকুলতলিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: পথসভার জন্য মাইক লাগানোকে কেন্দ্র করে জয়নগর লোকসভার কুলতলিতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংর্ঘষ। আহত হন উভয়পক্ষের দুই কর্মী। এই ঘটনায় দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে কুলতলি থানার পুলিশ। গতকাল জয়নগর লোকসভার প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে পথসভার জন্য বিজেপি কর্মী জগদীশ সর্দারের বাড়ির সামনে মাইক লাগায় তৃণমূল। বিজেপি কর্মী বাধা দেওয়ায় মারপিট বেধে যায়।
Continues below advertisement