Shantanu Thaur: দখলে রেখেছে নিজের গড়, বাংলা থেকে ফের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শান্তনু ঠাকুর

Continues below advertisement

ABP Ananda LIVE: এবারের লোকসভা ভোটে(loksabha election) সারা দেশে বিজেপির যা ছবি। সেটাই দেখা গিয়েছে বাংলাতেও(west bengal)। ২০১৯-এর তুলনায় এবারের ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি। তার মধ্যেও যে কটা আসনে পদ্ম ফুটেছে তার অন্যতম বনগাঁ। গতবারের মতো এবারও ওই আসনে জিতেছেন বিজেপির শান্তনু ঠাকুর। তৃণমূলের বিশ্বজিৎ দাসকে ৭৩ হাজার ৬৯৩ ভোটে হারিয়েছেন। রবিবার ফের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। আগের সরকারে তিনি ছিলেন জলপথ, বন্দর ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী।

 তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদির(narendra modi)। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিলেন আরও ৭১ জন মন্ত্রী। মোদি মন্ত্রিসভায় রাজনাথ সিংহ(Rajnath singh), অমিত শাহ, জে পি নাড্ডা(JP NAdda)।মোদি মন্ত্রিসভায় নিতিন গডকড়ী, জে পি নাড্ডা, নির্মলা সীতারমণ। শপথ নিলেন শিবরাজ সিংহ চৌহান, নির্মলা সীতারমণ, পীযূষ গোয়েল। মোদি মন্ত্রিসভায় এইচ ডি কুমারস্বামী (জেডিএস), ধর্মেন্দ্র প্রধান। শপথ নিলেন জিতনরাম মাঝি (এইচএএম), রাজীব রঞ্জন সিংহ (জেডিইউ)। শপথ নিলেন সর্বানন্দ সোনওয়াল, বীরেন্দ্র কুমার, প্রহ্লাদ জোশী। মোদি মন্ত্রিসভায় কিঞ্জারাপ্পু রামমোহন নায়ডু (টিডিপি)। শপথ নিলেন জুয়েল ওঁরাও, গিরিরাজ সিংহ, অশ্বিনী বৈষ্ণব। শপথ নিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ভূপেন্দ্র যাদব, গজেন্দ্র সিংহ শেখাওয়াত। মোদি মন্ত্রিসভায় অন্নপূর্ণা দেবী, হরদীপ সিংহ পুরী, মনসুখ মাণ্ডব্য। শপথ নিলেন চিরাগ পাসোয়ান (এলজেপি), সি আর পাতিল, রাও ইন্দ্রজিৎ সিংহ। মোদি মন্ত্রিসভায় জিতেন্দ্র সিংহ, অর্জুনরাম মেঘওয়াল।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram