Nishit Pramanik: ভোটে হেরে এবার ইভিএম বদলের আশঙ্কা কোচবিহারের পরাজিত বিজেপি প্রার্থী নিশীথের

Continues below advertisement

ABP Ananda LIVE: ১০০টির বেশি evm পাল্টানোর আশঙ্কা কোচবিহারের(Coochbehar) পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের (Nishit Pramanik)। নির্বাচনের ফলাফলের(losabha election result) পর আজই তিনি প্রথম জেলা বিজেপি পার্টি অফিসে আসেন। সেখানে তিনি অভিযোগ করেন, বেশ কিছু বুথে ফর্ম ১৭ সি-এর সঙ্গে ইভিএম এর  নম্বত মেলেনি। ওই নিয়ে আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 

নবান্নের (Nabanna)খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। 'ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর । কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর: সূত্র।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram