Madan Mitra :'রাজ্যপাল যে বিজেপির হয়ে বুথ দখল করবেন না, তার কী গ্যারান্টি আছে?' নিশানা মদনের

Panchayat Election :  ভোটাধিকার সুরক্ষিত করতে হবে, বার্তা রাজ্যপালের (Governor)। 'গণতন্ত্রের স্বার্থে আমি কাজ করব, সেটাকে কেউ প্রচার বললে বলবেন। আমি প্রচার পাওয়ার জন্য জায়গায় জায়গায় যাচ্ছি না। রাজ্যের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বুলেটের জবাব ব্যালটে দিতে হবে মানুষকে। গণতন্ত্রে (Democracy) হিংসার কোনও জায়গা নেই : রাজ্যপাল।
'রাজ্যপাল যে বিজেপির হয়ে বুথ দখল করবে না, তার কী গ্যারান্টি আছে?' ফের মদনের নিশানায় রাজ্যপাল

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola