Madras HC slams ECI: 'মহারাষ্ট্রে, বিহার, দিল্লিতে তো নির্বাচন নেই, কমিশনকে দোষ দিয়ে কী লাভ', মাদ্রাজ হাইকোর্টের তিরস্কার প্রসঙ্গে শমীক
করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কমিশনকে তুলোধনা মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) । আদালত বলেছে, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী একমাত্র নির্বাচন কমিশনই। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত’। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের হঁশিয়ারি, ‘সঠিক পদক্ষেপ না নিলে দরকার হলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।' এপ্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "আদালত যা বলে তা নির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে বলে। আমি আদালতের অবমাননা না করেই বলতে চাই, যেখানে সারা পৃথিবীর চিকিৎসক, বিজ্ঞানীরা কোভিড নিয়ে চিন্তিত, সেই জায়গায় দাঁড়িয়ে মাদ্রাজ হাইকোর্ট যা রায় দিল, হতাশাজনক। তামিলনাড়ুতে একদিনে নির্বাচন হয়েছে। মহারাষ্ট্রে, বিহারে, দিল্লিতে কোনও নির্বাচন নেই। সেটাকে বাংলাতে টেনে এনে বাংলার কিছু তৃণমূল নেতার কাজ হচ্ছে করোনা রোখার পরিবর্তে নির্বাচনকে প্রভাবিত করেছে। এই রায় অত্যন্ত হতাশাজনক, দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনকে দোষ দিয়ে কী হবে? সারা পৃথিবীতে নির্বাচন হচ্ছে? মানুষকে আতঙ্কিত করছে তৃণমূল। করোনা রুখতে রাজ্য সরকার কোনও সদর্থক ব্যবস্থা নিয়েছে?"