Mahua Moitra: বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় এবং রানি রাসমণি, আর কেউ রাজা বা রানি নেই: মহুয়া
Continues below advertisement
ABP Ananda LIVE: 'এই সাংবিধানিক গণতন্ত্রে বাঙালিদের কাছে শুধু রাজা রামমোহন রায় এবং রানি রাসমণি, এর ওপরে কোনও রাজা রানির গুরুত্ব আমরা জানিনা। আমার বিরুদ্ধে প্রার্থী হচ্ছে বিজেপি পার্টি। একটা কেন্দ্রে প্রথমবার প্রধানমন্ত্রী (narendra modi)আসছেন, আবার আসবেন, তিনবার আসবেন তাও বিজেপি এই কেন্দ্রটা হারবে', মন্তব্য মহুয়ার(mahua moitra)।
Continues below advertisement