Mamata Banerjee: 'দিল্লির ভোট পাখিরা এসে নাটক করেছে', আক্রমণ মমতার | ABP Ananda LIVE
Lok Sabha Election: 'ভোটের আগে এসে যাত্রা বিজেপি(BJP) নেতাদের। আর ভাষা কী! প্রধানমন্ত্রী (narendra modi)বলছেন, চুন চুন কে গ্রেফতার করেঙ্গে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন লটকা দেঙ্গে। আমরা বলি ঝটকা দেঙ্গে। বাংলায় এই সব কায়দা চলে না। আপনার কানুন আপনার কাছে রাখুন। এসব গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থানে চলে, কৃষকদের ওপর চলে। এখানে চলবে না। বিজেপিকে 'ঝটকা' হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banerjee)। 'দিল্লির ভোট পাখিরা এসে নাটক করেছে'।
Tags :
ABP Ananda LIVE BJP Tmc News Narendra Modi Election Commission /West Bengal Lok Sabha Election Tmc Meeting