Mamata Banerjee: ১০০ দিনের কাজের টাকা দেয়নি, আমরা ৫৯ লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি: মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE: 'মোদি (Narendra Modi)বাবু বলছেন, বাংলায় (west Bengal)কেন্দ্রের প্রকল্প করতে দেয় না'। 'স্কুটার থাকলে আয়ুষ্মান ভারতে নাম উঠবে না, আমরা স্বাস্থ্যসাথীর(SwasthaSathi) আওতায় সবাইকে নিয়েছি'। 'আমাদের গ্যারান্টি মানুষকে ভাল রাখা, আর মোদিবাবুর গ্যারান্টি নিজের ছবি দেখা'। 'বিজেপি করলেই সাদা, তৃণমূল করলেই কালো'। 'বিজেপির স্বভাব একটাই, মিথ্যে কথা বলা, মানুষের উপর অত্যাচার করা'। 'নির্বাচন কমিশনকে স্যালুট'। 'আমরা চাই আপনারা নিরপেক্ষ ভাবে কাজ করুন'। 'দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না'। 'আমরা এখনও মুখ খুলিনি'। 'সিপিএম-কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে তৃণমূল একসঙ্গে লড়াই করছে'। 'সবার ধর্ম কেড়ে নিতে চাইছে বিজেপি'(BJP)।'সিএএ (CAA)করে নাগরিকত্ব কেড়ে নিতে চাইছে'। '১৭ তারিখে দাঙ্গা করবে, তারপর এনআইএ-কে ঢুকিয়ে দেবে'। 'কোনও প্ররোচনায় পা দেবেন না'। 'বিজেপি এজেন্টদের গ্রেফতার করলে, ২-৩টে নাম ঠিক করে রাখতে হবে'।'টাকা দিয়ে, মাদক মিশিয়ে, ভয় দেখিয়ে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে বিজেপি'। আত্মতুষ্টির জায়গা নেই, দলীয় নেতৃত্বকে বার্তা মমতার

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram