Mamata Banerjee: 'চাকরি যাওয়ার ভয়? নির্বাচন কমিশন সরিয়ে দেবে, সেই ভয়? দিল্লি চলে যান', আক্রমণ মমতার
ABP Ananda LIVE: চাকরি যাওয়ার ভয়? নির্বাচন কমিশন (election commission)সরিয়ে দেবে, সেই ভয়? দিল্লি (delhi)চলে যান। রাজ্য়ের পুলিশ(west bengal police)-প্রশাসনের একাংশকে কার্যত এই ভাষায় নিশানা করলেন মুখ্য়মন্ত্রী। যাঁরা নিরপেক্ষ হয়ে কাজ করছেন, সেই সব পুলিশদের ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, পাল্টা মন্তব্য় করেছেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।
Tags :
ABP Ananda LIVE BJP Tmc News Narendra Modi Election Commission /West Bengal Lok Sabha Election Tmc Meeting