Mamata Banerjee: 'ধ্য়ান করবে তো ক্য়ামেরা নিয়ে কেন?', মোদিকে কটাক্ষ মমতার। ABP Ananda Live
বারুইপুরের সভা থেকে নরেন্দ্র মোদিকে (PM Modi) চাঁছাছোলা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রেমাল থেকে বকেয়া- নানা ইস্যুতে মমতার নিশানায় মোদি (Mamata on Modi)। প্রচারপর্ব শেষের পর কন্যাকুমারীতে গিয়ে ধ্যান করবেন নরেন্দ্র মোদি। সেই ইস্যুতেও তোপ দাগলেন মমতা। তিনি বলেন, 'ধ্য়ান করবে তো ক্য়ামেরা নিয়ে কেন? লোকে পুজো করে ক্যামেরার সামনে ছবি তুলে করে? পুজো করলে ছবি তুলে করতে হয়, নাকি সমুদ্রে হাওয়া খেয়ে অক্সিজেন নেবে? আর ৪৮ ঘণ্টা প্রচার চালাবে। ভোটের পর তো প্রচার চলতে পারে না ৩০ তারিখ সন্ধে ৬টার পরে। আমরা অভিযোগ করব। উনি ধ্য়ান করতে পারেন, কিন্তু টিভি দেখাতে পারে না। টিভি দেখাতে পারে না। তার কারণ এটা এটা আর্দশ আচরণবিধি লঙ্ঘন হবে। ১ তারিখে ভোট আছে।'