Mamata Banerjee: 'আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলাকে ভালোবাসেন না', আক্রমণ মমতার | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: বকেয়া ইস্যুতে সুকান্তকে(sukanta majumdar) আক্রমণ মমতার(mamata banerjee)। তপনের সভা থেকে সুকান্ত এবং শুভেন্দুকে(suvendu adhiakri) কড়া আক্রমণ মমতার। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ কেউ দিল্লি থেকে এসে বলছেন দুর্নীতি হচ্ছে, তাই টাকা দিচ্ছি না। ভোট(lok sabha election) দেওয়ার আগে মনে রাখবেন, সুকান্তবাবু আর গদ্দার ১০০ দিনের টাকা না দিতে বলেছেন। বাংলার বাড়ি-রাস্তার টাকা দেওয়া যাবে না বলেছেন। আপনারা বাংলার গদ্দার আপনারা বাংলাকে ভালোবাসেন না। কেন্দ্রের ১৩৩টি টিম এই রাজ্যে এসেছিল। সব দেখে সার্টিফাই করে গেছে। ১১ লক্ষ বাড়ির কেস-এর তথ্য চেয়েছিল, দিয়ে দিয়েছি। সেই তালিকা দেখে এখন যোগাযোগ করে বাড়ি তৈরির টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। কেউ রাজি হবেন না, ওই ১১ লক্ষ বাড়ি আমরা করে দেব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola