Mamata Banerjee: 'এমন সব অনুষ্ঠানেই আমি যাই, যেতে ভাল লাগে', চালসা থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর।ABP Ananda LIVE
'আদিবাসীর অনুষ্ঠান হোক, তফশিলিদের অনুষ্ঠান হোক, রাজংবশীদের অনুষ্ঠান হোক---এমন সব অনুষ্ঠানেই আমি যাই। যেতে ভাল লাগে', চালসার চার্চ থেকে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে বললেন, 'ঈশ্বর যেন সকলকে আশীর্বাদ করেন। যাঁরা ঝড়ে সব হারিয়েছেন, তাঁদেরও যেন পাশে দাঁড়ান।'
Tags :
DISTRICT Election 2024 CM Mamata Banerjee Message Of Communal Harmony Mamata Banerjee At Chalsa