Mamata Banerjee in Bankura: ‘করোনার সময় বিজেপি-কংগ্রেস ঘুমোচ্ছিল, আমি রাস্তায় নেমে গোল্লা কেটেছি’, কটাক্ষ মমতার

Continues below advertisement

"স্বাস্থ্যসাথী কার্ড মেয়েদের নামে, কারণ মেয়েরা এখন সব কাজ করে। মেয়েদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড কত ভাল বলুন তো! কৃষকদের জন্য জমির খাজনা মকুব করেছি। আদিবাসীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছি'', বাঁকুড়ার সভা থেকে বললেন মমতা। তিনি আরও বলেন, “১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করব আমরা। তাঁদের ২৫ হাজার কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। পাশাপাশি হোম ট্যুরিজমে আরও উৎসাহ দেখাচ্ছে সরকার। এরকম কাজ আমরা আরও করব”। “আপনারা করোনার সময় জানেন কত মানুষ বিপদে পড়েছিলেন, আমি বাস পাঠিয়ে তাদের ফেরত নিয়ে এসেছিলাম। বিজেপি কিন্তু একটা ট্রেনের ভাড়াও দেয়নি। করোনার সময় বিজেপি, কংগ্রেস ঘুমোচ্ছিল, আমি রাস্তায় রাস্তায় ঘুরে গোল্লা কেটেছি’, কটাক্ষ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram