Mamata Banerjee in Bankura: 'মুখে বলি হরি হরি, কার্যক্ষেত্রে করি চুরি, এই হল বিজেপি', বাঁকুড়ায় তোপ মমতার

Continues below advertisement

মহারাষ্ট্রে আবার নতুন করে করোনা শুরু হয়েছে। আমি নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলাম। বলেছিলাম সবাইকে ইঞ্জেকশন দেওয়া হোক। দাম দিয়ে দেব বলেছিলাম। কিন্তু কিছুই করেনি নরেন্দ্র মোদি। ১০ কোটি লোককে দেওয়া হলে বাকিদের না দেওয়া হলে সমস্যা হবে। বিজেপি কিছুই করে না। শুধু দাঙ্গা লাগায়, টাকার ভাণ্ডার নিয়ে ঘুরে বেড়ায়। নির্বাচনের সময় জেতার জন্য মানুষকে ৫০০, ১০০০, ৫০০০ টাকা দিয়ে ভোট কিনতে চায়। আপনারা টাকা দিয়ে ভোট কিনতে দেবেন না, ভোট কিনতে গেলে ভোট বাক্সে উল্টে দেবেন। ‘মুখে বলি হরি হরি, কার্যক্ষেত্রে করি চুরি’, এই বিজেপির নীতি”, বাঁকুড়া থেকে একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram