Mamata Banerjee in Mathabhanga: শীতলকুচির গুলিকাণ্ডে দোষী যত বড়ই হোক না কেন, বিচার তাদের হবেই, বললেন মমতা

Continues below advertisement

কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙায় পৌঁছন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। মঞ্চে ওঠার আগে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। মঞ্চ থেকে মমতা বলেন, "আজ ৫ জন নিহতের পরিবারের সঙ্গেই আমার দেখা হয়েছে। এত অল্প বয়সে মারা গিয়েছে। আমি মনে করি এই ঘটনার বিচার হওয়া দরকার। যারাই দোষী, তাদের শাস্তির ব্যবস্থা আমি করবই। নির্বাচন মিটে গেলে রাজ্য সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হবে। মৃতদের পরিবার ন্যায্য বিচার পাবে। কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা কাউকে ছেড়ে কথা বলব না। দোষী যত বড়ই কেউ হোক না কেন, বিচার তাদের হবেই।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram