Mamata Banerjee in Uttirna: আমি গোলরক্ষক, দেখব কটা গোল দেন, অমিত শাহকে চ্যালেঞ্জ মমতার
‘প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই। দেশে বিজেপি ক্ষমতায় এসে এনজিও-র লাইসেন্স বাতিল করেছে। অর্থের অভাবে অনেক সামাজিক সংগঠন মানুষের সাহায্যে কাজ করতে পারে না। আগামী দিনে এনজিও, ধর্মীয় সংগঠনগুলিকে নিয়ে কাজ করব। হিংসা, ফেক ভিডিও রুখুন। বাংলার স্বার্থে তৃণমূলকে সমর্থন করুন। ভাষা ব্যবহারে সংযম দেখানো উচিত। সৌজন্য একতরফা হয় না। ক্রিয়া হলে প্রতিক্রিয়া হয়। বাংলায় অমিত শাহ এসেছেন, ওয়েলকাম করছি। কিন্তু অমিত শাহের ভাষার কদর্যতা, দৈত্যপরায়ণ মনোভাব। যেন শারীরিকভাবে হুমকি দিচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথা মানায় না। বলছে আমরা দুর্নীতিগ্রস্ত। চোরের মায়ের বড় গলা। কৃষকদের জমি লুঠ করে, মায়ের সম্মান কেড়ে নিচ্ছে। বাংলা নিয়ে সারাক্ষণ গালাগাল করছে। শুধু ভয় দেখাচ্ছেন, দিদি গলা কেটে দেবে। আমি আত্মসমর্পণ করব না। খেলা এত সোজা নয়, হোক না গণতন্ত্রের খেলা। আমি গোলরক্ষক, দেখব কটা গোল দেন। খেলায় কে হারে, কে জেতে দেখে নেব। আত্মবিশ্বাস থাকলে কেউ আজেবাজে কথা বলে না। গায়ের জোরে কর্মীদের বলছেন গুন্ডামি করতে। বাংলায় এসব হবে না। রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানায় নয়, বাংলায় হবে না। চারাগাছে পেরেক পোঁতা যায়, পাথরে পুঁততে গেলে পেরেক ভেঙে যাবে। ঔদ্ধত্য, অহঙ্কার শেষ হোক। ত্রিপুরায় অত্যাচার চলছে, মানুষ প্রতিবাদ করতে পারে না। হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশে কৃষক আন্দোলন চলছে। সিএএ, এনপিআর বাংলায় লাগু করা যাবে না। বলছে মোদি টাকা দিয়েছে মমতা খেয়ে নিয়েছে। কোনও টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার। টাকা খাওয়া প্রমাণ করুন, না হলে পদত্যাগ করুন। বিজেপির এত টাকা কোথা থেকে আসছে? অমিত শাহের ছেলের কাছে এত টাকা কোথা থেকে এল? আমাকে আক্রমণ করলে চুরচুর হয়ে যাবেন। ফেক ভিডিও তৈরি করছে, বিশ্বাস করবেন না। ধর্ম নিজের, উৎসব সবার। আমাকে ধমকালে, আমি চমকাই’, উত্তীর্ণর সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।