Mamata Banerjee: দুর্যোগের মধ্যে জরুরি অবতরণ, পায়ে-কোমরে চোট পেলেন মমতা | ABP Ananda LIVE
দুর্যোগের মধ্যে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে আহত হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কোমরে এবং পায়ে চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত প্রাথমিক চিকিৎসা হয়েছে তাঁর। বিশেষ বিমানে চাপিয়ে কলকাতায় আন হচ্ছে। শহরে পৌঁছলে বিশেষজ্ঞর দেখতে পারেন তাঁকে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হেলিকপ্টারের জরুরি অবতরণ চলাকালীন মমতা চোট পান বলে জানা গিয়েছে (Mamata Banerjee Injured)। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বটে, তবে আহত হলেন মমতা।
Tags :
Elections Election Commission Mamata Banerjee Panchayat Election Panchayat Election 2023 WB Panchayat Election 2023 Panchayat Poll 2023 MAMATA BANERJEE Election Commission WB Panchayat Election Schedule WB Panchayat Election Date WB Panchayat Poll 2023