Mamata Banerjee Injury: 'TMC-র পোঁতা খুঁটিতেই মুখ্যমন্ত্রী চোট', দাবি স্থানীয় BJP কর্মীদের

Continues below advertisement

মুখ্যমন্ত্রী ‘আক্রান্ত’ হওয়ার ঘটনায় সকাল থেকেই দফায় দফায় টিএমসির (TMC) বিক্ষোভ (Protest) ও অবরোধ চলছে নন্দীগ্রাম-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন সকালে পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থল থেকে ফিরে যাওয়ার পরেই ফের উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজার এলাকায়। এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি (BJP) কর্মীরা। রাস্তা অবরোধ করেন তাঁরা। তাঁদের দাবি, তৃণমূল কংগ্রেসের পোঁতা খুঁটিতেই মুখ্যমন্ত্রী চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পাল্টা বিক্ষোভ তৃণমূলেরও। তাঁদের দবি, মুখ্যমন্ত্রীর উপর পরিকল্পিত হামলা হয়েছে। প্রসঙ্গত, আজ এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ দায়ের করছে টিএমসির প্রতিনিধি দল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram