Mamata Banerjee Injury: 'চক্রান্ত করে ধাক্কা', নন্দীগ্রাম থেকে পায়ে চোট নিয়ে ফিরছেন মমতা
Continues below advertisement
নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় আনা হচ্ছে তৃণমূলনেত্রীকে। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। তাঁর অভিযোগ, চক্রান্ত করে ধাক্কা মারে চার-পাঁচজন। রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল। সেখানে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাঁকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Mamata Banerjee Mamata Banerjee Leg Injury Mamata Banerjee Injured Bengal CM Leg Injury Leg Injury Of Mamata Mamata Banerjee Injury Mamata Leg Injury Update Mamata Banerjee Injured Mamata Banerjee Leg Injured