Sukanta Majumder: BSF-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছেন : সুকান্ত

Continues below advertisement

Sukanta Majumder Counter attacks Mamata Banerjee: বিএসএফ (BSF)-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছেন'।  'আসলে উনি ভয় পেয়ে প্রচারে নেমেছেন'। ' তৃণমূলের (tmc) পায়ের নিচের মাটি আলগা হয়ে যাচ্ছে'।  'সেজন্য মমতা বন্দ্যোপাধ্য়ায় নার্ভাস হয়ে পড়ছেন'। ' তিনি হচ্ছেন সবরকম হিংসা এবং আতঙ্কের পরিবেশ তৈরির মাথা'।  'তিনি পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করেছেন বিজেপি প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে চাপ তৈরির জন্য'। 'বিএসএফ-কে মিথ্যা দোষারোপ করে তিনি আসলে দুষ্কৃতী, গুন্ডা, চোরাকারবারীদের পাশে দাঁড়াচ্ছেন '। 'বিএসএফ এই দুষ্কৃতীদের হাত থেকে আমাদের রাজ্যকে রক্ষা করে'।  গতকাল কোচবিহারে বিএসএফ-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মন্তব্যের পাল্টা ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram