Mamata Banerjee:'আমি কখনও ঘুমাই না...চোখ সব সময় খোলা থাকে', চালসা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর।ABP Ananda LIVE
'আমি কখনও ঘুমাই না...আমার চোখ সব সময় খোলা থাকে। আর যখন যাই, তখন সবটা খুঁটিয়ে দেখি। সবটা মাথায় থাকে', চালসায় দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়ান তিনি। বলেন, '১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। রাজ্য সরকার নিজের উদ্যোগে ৫০ দিনের কাজের প্রকল্প চালু করেছে। ঝড়ে অনেক ঘর পড়ে গিয়েছে। আমরা আবাসের তালিকা পাঠালেও টাকা দেয়নি কেন্দ্র। বলে বলে গলা শুকিয়ে গেছে, তাও শোনেনি কেন্দ্র। কেন্দ্র না দিলে আমরাই আবাসের ব্যবস্থা করব।'
Tags :
Election 2024 Lok Sabha ELection 2024 CM Mamata Banerjee Message From Chalsa CM Attacks Central Government