Mamata Banerjee PC: 'কয়েকজন পুলিশ BJP-র হয়ে আসরে নেমেছিল', অভিযোগ মমতার

দলের বিজয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেব। বিকেল ৪টেয় বৈঠক, শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে দল। নির্বাচনে হার-জিত আছে। বিজেপি (BJP) অনেক অত্যাচার করেছে, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে। শান্ত থাকুন, অভিযোগ থাকলে পুলিশকে জানান। কয়েকজন পুলিশ বিজেপির হয়ে আসরে নেমেছিল। সেইসব পুলিশ অফিসার মনে করে ঠিক কাজ করেছে, আমি মনে করি না। আইন সামলানোর দায়িত্ব পুলিশের। সন্ধে ৭ রাজভবনে যাব রাজ্যপালের কাছে। বর্ধমানে তৃণমূল (TMC) কর্মীকে খুন করেছে বিজেপি। কোচবিহারে আক্রান্ত হচ্ছেন তৃণমূল কর্মীরা। কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছে। সাংবাদিকদের করোনা-যোদ্ধা হিসেবে ঘোষণা করছি। করোনায় অনেক সাংবাদিক প্রয়াত হয়েছেন’।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola