Mamata Banerjee Rally: 'BJP-CONG-CPIM আসলে জগাই-মাধাই-গদাই', কটাক্ষ মমতার

Continues below advertisement

বৃহস্পতিবার খড়গপুরের কলাইকুণ্ডায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া, সিপিএম-কে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তিনজন জগাই-মাধাই-গদাই। এই তিনজনকে বিদায় দিলেই বাংলা বাঁচবে। আমাদের সরকার আসলে বছরে ৬ হাজারের বদলে ১০ হাজার টাকা করে দেব। সব কিছুই হবে, প্রথমে খেলা হবে। জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছি। ১০ লক্ষ মেয়েদের আত্মনির্ভর গোষ্ঠীর অংশ করব আমি। তাদের লোনের জন্য ২৫ হাজার কোটি টাকা দেব আমি। যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বিজেপি ভোটের দিন মেশিন খারাপ করে দেবে, আপনারা ফিরে যাবেন না। মেশিন আবার চালু হলে ভোট দেবেন। ওরা যেন ভোট লুঠ না করতে পারে, নজর রাখবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram