Mamata Banerjee Rally: BJP-র লুঠের টাকার সামনে মাথা নত করবেন না: মমতা
বৃহস্পতিবার খড়গপুরের কলাইকুণ্ডায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমার সব অঙ্গ ঠিক থাকলে, তবেই আমি একজন স্বাভাবিক মানুষ। এই রকম সব ধর্মের, বর্ণের জাতির মানুষ আমার কাছে গুরুত্বপূর্ণ, সবাই সমান। দুর্গাপুজোর কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে দিচ্ছি। ভোটে বিজেপি যদি লুঠের টাকা ছড়ায়, আপনারা তাদের কাছে মাথা নত করে দেবেন না। মনে রাখবেন, ওটা ওদের টাকা নয়, ওরা জনগণের টাকা লুঠ করেছে। নরেন্দ্র মোদি ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল, দেয়নি। পাহারাদার সেজে দেশটাকে শেষ করে দিয়েছে, সব বিক্রি করে দিচ্ছে। কোভিডের টিকা সবার জন্য দিতে দেয়নি। হঠাৎ করে লকডাউন করে বাংলার পরিযায়ী ছেলে-মেয়েদের সমস্যায় ফেলেছিল মোদি সরকার। আমি তখন সব রাজ্যে টাকা পাঠিয়ে ৩০০ ট্রেন ভাড়া করে সবাইকে নিয়ে এসেছি। বিজেপি হল স্বৈরাচারী, দুরাচারী রাবণের দল। ওরা কিছু দিতে আসেনি, নিতে এসেছে।’