Mamata Banerjee Rally: '৪৮ ঘণ্টা মাথা ঠাণ্ডা রাখুন', শেষবেলার প্রচারে নন্দীগ্রামে বার্তা মমতার

আজ প্রচারের শেষদিনে নন্দীগ্রামের ভাঙাবেড়ায় রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর সোনাচূড়া থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে সরব হন। তিনি বলেন, "আমি নন্দীগ্রামকে (Nandigram) মডেল নন্দীগ্রাম করে দেখিয়ে দেব। নন্দীগ্রাম থেকে হলদিয়া অবধি ব্রিজ তৈরি করব। হলদিয়া, নন্দীগ্রামের ছেলেমেয়েদের চাকরি হবে। বিজেপি (BJP) শাসিত রাজ্য থেকে বহিরাগত পুলিশ এসেছে। কিন্তু ওরা তো দু'দিন। তারপর তো আপনারাই থাকবেন। ভোটের সময় কোনও প্ররোচনায় পা দেবেন না", বলেন মমতা। '৪৮ ঘণ্টা মাথা ঠাণ্ডা রাখুন', বার্তা মমতার। এরপর বাঁশুলিচক ও টেঙ্গুয়ায় সভা করবেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola