Mamata Banerjee Rally: 'BJP মনে করে রাজনীতি মানে গুলি চালানোর অধিকার', রানাঘাটে সরব মমতা

Continues below advertisement

রানাঘাটে (Ranaghat) নির্বাচনী প্রচারসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘বাংলার মা-বোনেদের দিকে তাকিয়ে আমি ভাঙা পা নিয়ে ১ মাস ধরে কাজ করে চলেছি। আমি বাংলাকে গুজরাত, উত্তরপ্রদেশ হতে দেব না। তাই কষ্ট হলেও আমি থামছি না। বাংলার মানসম্মান রক্ষা করতে হবে। আমরা ছদ্মবেশী ধর্ম করি না। তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের জন্ম নদিয়ায়। বিজেপি (BJP) মিথ্যা প্রচার করেছিল, টাকা ছড়িয়েছিল বলে গত নির্বাচনে আমরা এখানে হেরেছি। বিজেপি মনে করে রাজনীতি মানে গুলি চালানোর অধিকার। শীতলকুচিতে (Sitalkuchi) ৪টে লোককে ভোটের লাইনে মেরে দিল। গুলি চালানোর হুমকি দিচ্ছে। বিজেপি নেতাদের রাজনৈতিকভাবে ব্যান করা উচিত।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram