Mamata Banerjee Rally: 'নির্বাচনে BJP-কে মাইনাস করে দেব', চ্যালেঞ্জ মমতার

নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ (North Bengal) সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাটাবাড়ির (Natabari) জনসভায় মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গাবাজি, ধান্দাবাজি ছাড়া কিছু করেন না। কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলিকে বিরোধী সরকারদের বিরুদ্ধে ব্যবহার করছে। নির্বাচনের (Election) সময়ও শান্তি দিচ্ছে না। কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে মানুষের ঘরে অত্যাচার করছে বিজেপি (BJP)। বিজেপির লোকেদের পুলিশের দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। গায়ের জোরে আধিকারিকদের বদলি করে দিচ্ছে। বিজেপি ভদ্র ভাষা জানে না, মহিলাদের সম্মান করে না। আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি ভয় পাই না। বাংলার মানুষ দুর্বল নয়। ভোটের আগে প্রস্তুত থাকুন, যাতে বিজেপি অত্যাচার করতে আসলে রুখে দাঁড়াতে পারেন। বিজেপিকে নির্বাচনে মাইনাস করে দেব।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola