Mamata Banerjee Siliguri meeting: 'টুকে এনে দেখে দেখে বক্তৃতা দেয়, তাও মিথ্যে', মোদিকে তীব্র আক্রমণ মমতার

Continues below advertisement

পেট্রোপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে (Siliguri) রোড শো-র (Road how) পর জনসভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের সব আসন নিয়েছিল বিজেপি, কিন্তু উত্তরকন্যা, ভোরের আলো, সাফারি, একাধিক মন্দির সংস্কার, বিশ্ববিদ্যালয় স্থাপন-সহ প্রচুর উন্নয়ন করেছে তৃণমূল সরকার। আমরা সব করব আর প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলবে। প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) লজ্জা হওয়া দরকার। রাজ্যকে জিজ্ঞাসা না করে তিস্তার জল দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আমার সঙ্গে বাংলাদেশের (Bangladesh) সম্পর্ক সবচেয়ে ভালো। তিস্তা বাংলার অংশ, আমার ঘরে জল থাকলে তবে বাকিদের দেব। 'কীভাবে নরেন্দ্র মোদি বক্তৃতা দেয় জানেন! টুকে নিয়ে এসে সব বলে। একটা স্বচ্ছ কাচের মতো জায়গায় লেখাটা থাকে। লোকে ভাবে কী বাংলাই না বলছে। ওটা আসলে গুজরাতিতে বাংলা লিখে এনে বলে। ক্ষমতা থাকলে লড়ে দেখান, খেলা হবে’।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram