Mamata Banerjee: সব থেকে বড় ডাকাত বিজেপি: মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ABP Ananda Live

Continues below advertisement

West Benga News: 'বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাব', 'পিএম কেয়ারের টাকা কোথায় গেল, গদ্দার জবাব দাও', '১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, ৫০ হাজার টাকাও দিয়েছে?', 'সব থেকে বড় ডাকাত বিজেপি', '৪২ লক্ষ আবাসের বাড়ি আমরা তৈরি করেছি', 'আরও ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেব',, 'টাকা বাঁচাতে, পরিবার বাঁচাতে গদ্দার বিজেপিতে গেছে', 'এই গদ্দারকে আমরা তৃণমূলে কোনওদিন জায়গা দেব না', 'এনআরসি কোনওদিন করতে দেব না', 'সিএএ চালু করেছে, কিন্তু কেউ আবেদন করেনি এখনও', 'কে কী খাবে, সেটাও ঠিক করে দিচ্ছে বিজেপি', মন্তব্য মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee)। ABP Ananada Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram