Mamata Purulia Rally: ভোট লুঠ রুখতে বারবার ইভিএম, ভিভিপ্যাট চেক করবেন, পরামর্শ মমতার

পুরুলিয়ায় পারা ও কাশীপুরের পর রঘুনাথপুরে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘ভারত সরকারের স্ট্যাম্প লাগানো গাড়িতে করে ভোটের আগে টাকা ডিস্ট্রিবিউট করছে কেউ কেউ। তাঁদের আটকাতে নাকা চেকিং বাড়াতে হবে। ইভিএম মেশিন খারাপ হলে চলে যাবেন না, অপেক্ষা করুন। নতুন ভোট মেশিন এলে দু’বার করে পরীক্ষা করে নেবেন। দু’বার করে অন-অফ করুন ইভিএম। নাহলে বিজেপি (BJP) ভোট লুঠ করে নেবে। ৫ বছর কষ্ট করে থাকার চেয়ে ১ দিন কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। ভোটের পর মেশিন পাহারা দিতে হবে। কেউ কিছু দিলে খাবেন না, ওরা কিছু মিশিয়ে দেবে। ভোট চুরি করে নেবে। দলের কর্মীদের মধ্যে কাউকে বিজেপি কিনে নিচ্ছে কিনা সেদিকে নজর রাখবেন।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola