Mamata Banerjee: কোচবিহারে ভোটার প্রচার শুরু করেই BSF-কে নিশানা মমতার | ABP Ananda Live

Continues below advertisement

Panchayat Election: পঞ্চায়েত ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চে বিএসএফ (BSF)-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবার। 'বিএসএফ-এর গুলিতে নিহত স্বজনহারাদের পরিবারের পাশে থাকবে তৃণমূল' (tmc)। ' খবর আছে বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ'। ' বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না' 'বিএসএফ ভয় দেখালে আমাদের এসে জানান'। 'কোচবিহারে বিএসএফ-এর গুলি করে মারা যেন অধিকারের মধ্যে পড়ে গেছে'। ' গ্রামের রাস্তা তৈরির টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে'। 'পঞ্চায়েতে জিতে সেই টাকা আদায় করে ছাড়বে তৃণমূল'। ' একশ দিনের কাজে ৭ হাজার কোটি পাওনা টাকা দেয়নি কেন্দ্র'। ' বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র'। ' লোকসভা নির্বাচনে নতুন সরকার নিয়ে আসব' ' বিধবা ভাতার টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার'। 'পঞ্চায়েত নির্বাচনের দুমাস আগে থেকে কর্মীদের মত নেওয়া হয়েছে'। ' পঞ্চায়েত এবার থেকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করব'। ' কাউকে টাকা দেবেন না, আমরা চুরি করতে দেব না'। ' আমরা চাই মানুষের পঞ্চায়েত'। ' পুলিশকে বলেছি গুলি চালালে গ্রেফতার করবে, এফআইআর হবে' । ' বিজেপি গুন্ডাামি করলে হাতা-খুন্তি নিয়ে তাড়িয়ে দিন'। 'উত্তরবঙ্গে তৈরি হবে অর্থনৈতিক করিডর'। ' রাজ্যেই কর্মসংস্থান হবে, বাইরে যাওয়ার দরকার নেই'। ' বিজেপি দেশ বিক্রি করে দিতে চাইছে'। ' যদি কেউ দুষ্টুমি করে তাকে চড় মারবেন, সেই অধিকার আমি দিয়ে গেলাম ' । ' যদি কেউ অন্যায় করে থাকে তার জন্য আমি মাপ চাইছি' । ' বিজেপি-সিপিএম-কংগ্রেসের মহাঘোঁট আমি ভেঙে দেব, মহাজোট হবে' | ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram