Maniktala By Election: 'আমি ক্ষুদ্র কর্মী, আমাকে সরাতে এক মিনিট সময় লাগে', মুখ খুললেন মেয়ে শ্রেয়া
ABP Ananda LIVE: মানিকতলা বিধানসভা উপনির্বাচনে(Maniktala By Election) প্রার্থী সাধন-পত্নী, মুখ খুললেন মেয়ে শ্রেয়া (Shreya Pandey)। বললেন, 'মনে হয়েছিল মানিকতলায় প্রার্থী হিসেবে আমার নাম নিয়ে আলোচনা হবে। আমি ক্ষুদ্র কর্মী, আমাকে সরাতে এক মিনিট সময় লাগে। পরেশ পাল আমাকে খুব স্নেহ করেন। বাবার সঙ্গে যাঁদের মতবিরোধ ছিল, তাঁদের রোষে পড়লে অসহায় লাগে।'
নবান্নের (Nabanna)খবর পাচার হচ্ছে, সন্দেহ খোদ মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee)! 'দুকূল বাঁচিয়ে চলছেন অনেক অফিসার'। ওভারলোডেড ট্রাক থেকে টাকা তুলে কাঁথিতে চলে যাওয়ার অভিযোগ। 'ওভারলোডেড ট্রাক থেকে নির্দিষ্ট কোড দেখিয়ে টাকা তোলা হচ্ছে'। তার দায় কেন নেব, প্রশাসনিক বৈঠকে উষ্মাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নে প্রশাসনিক বৈঠকে পুলিশের একাংশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নানা অফিসিয়াল ফাইল, নির্দেশিকার খবর বাইরে চলে যাচ্ছে বলেও সন্দেহ মুখ্যমন্ত্রীর । কীভাবে ঘটছে, কারা করছে তা নিয়েও সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর: সূত্র । 'প্রশাসন আরও সক্রিয় হলে লোকসভায় মিলত বাড়তি ৩-৪টি আসন'। নবান্নে প্রশাসনিক বৈঠকে এমনই দাবি মুখ্যমন্ত্রীর: সূত্র।