Manoj Tiwary to Join TMC: হঠাৎ ক্রিকেট থেকে রাজনীতিতে কেন? ABP Ananda কে কী বললেন মনোজ ?

Continues below advertisement

ক্রিকেট থেকে এবার রাজনীতিতে প্রবেশ মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। ভারতীয় দল তথা কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। আজ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভায় দলে যোগ দেবেন তিনি। ‘বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধায়ের ডাক এসেছে বলে যোগ দিচ্ছি’, জানালেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার। বিভিন্ন নেতা-কর্মীদের তৃণমূল থেকে বিজেপিতে যোগদান প্রসঙ্গে মনোজ বলেন, এত দিন দলে থাকার পর তা ছেড়ে যাওয়াকে তিনি পছন্দ করেন না। "খেলায় সময়ও কঠিন পরিস্থিতিতে ভাল করার চেষ্টা করেছি, রাজনীতিতেও চেষ্টা করব," বললেন তিনি। মানুষ তাঁকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই তিনি স্বচ্ছভাবে রাজনীতি করতে চান বলেও জানান মনোজ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram