Shantanu Thakur: সংঘাতে জড়ালেন শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুর, চলল স্লোগান-পাল্টা স্লোগান।
Mamatabala Thakur: কার দখলে থাকবে ঠাকুরনগরের বড়মা, প্রয়াত বীনাপাণি দেবীর ঘর? ভোটের (Lok Sabha election 2024) মুখে এ নিয়ে তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর। সংঘাতে জড়ালেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ও মমতাবালা ঠাকুর। চলল স্লোগান-পাল্টা স্লোগান। বীনাপাণি দেবীর ঘরে শান্তনু ঠাকুরের তালা লাগানোর ছবি ভাইরাল হল সমাজমাধ্যমে। পরে পুলিশের হস্তক্ষেপে তালা খুলিয়ে ঘরে থাকা নথি হাতে পেলে মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। ABP Ananda Live